সরকারি নথিপত্র পুড়িয়ে ফেলার অভিযোগ । মঙ্গলবার সকালে ভাঙড়ের (Bhangar News ) একটি মাঠে ডাঁই করা নথিপত্র পুড়তে দেখা যায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) । কেন্দ্রীয় বাহিনীর গোয়েন্দারাও সেখানে যন । সিবিআই সূত্রে খবর ওই নথিগুলি 'সরকারি' । ওই নথিগুলির সঙ্গে নিয়োগ দুর্নীতির সম্পর্ক থাকলেও থাকতে পারে বলে মনে করছে সিবিআই ।
ভাঙড়ের আন্দুল গড়িয়া এলাকার মাঠটি পাঁচিল ঘেরা । এদিন সকাল থেকে দেখা যায়, ওই মাঠে বেশ কিছু নথিপত্র পড়ে রয়েছে । আর তাতে আগুন জ্বলছে । আগুন নিভিয়ে অর্ধেক পুড়ে যাওয়া নথি উদ্ধারের চেষ্টা করেন সিবিআই আধিকারিকরা । বেশ কিছু আধপোড়া নথি উদ্ধার করা হয়েছে বলে খবর । কিন্তু, নথিগুলিতে কেন আগুন ধরিয়ে দেওয়া হল, তা জানা যায়নি ।
আরও পড়ুন, Abhishek Banerjee : অভিষেককে ফের নোটিস সিবিআইয়ের, ভুল শুধরে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?