টেন্ডার দুর্নীতির(Tender Scam) অভিযোগে কাঁথি পুরসভার ইঞ্জিনিয়ার শান্তনু পাণ্ডা এবং কাঁথি থানার দুই আধিকারিককে তলব করল সিবিআই(CBI on Contai Tender Scam)। বুধবার এই তিনজনকে নিজাম প্যালেসে ডাকা হয়েছে। উল্লেখ্য, অভিযোগকারী শান্তনুর স্ত্রী কাকলি পাণ্ডার বয়ান রেকর্ড করেন কেন্দ্রীয় তদন্তকারীরা(CBI)। তারই প্রেক্ষিতে এবার শান্তনুর বয়ান মিলিয়ে দেখতে চান তাঁরা। উল্লেখ্য, মঙ্গলবারই নিজাম- প্যালেসে কাঁথি থানার(Contai Police Station) এসআই ও এক কনস্টেবলকে তলব করেছে সিবিআই।
গত ২৪ ডিসেম্বর কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন কাঁথি পুরসভার(Contai municipality) ইঞ্জিনিয়ারের স্ত্রী কাকলি। তাঁর অভিযোগের তীর ছিল শুভেন্দু-ঘনিষ্ঠ রামচন্দ্র পাণ্ডার বিরুদ্ধে। অভিযোগ, কাঁথির এক রাস্তার কাজ শেষ না করে টাকা নেন রামচন্দ্র। এমনকি, ওই ঠিকাদারের প্রয়োজনীয় শংসাপত্র নেই বলেই দাবি । এই অভিযোগের ভিত্তিতে ২৭ ডিসেম্বর রামচন্দ্রকে গ্রেফতার করে কাঁথি থানার পুলিশ(Contai Police Station)। হাইকোর্টের নির্দেশে চলতি মাসে জামিন পান রামচন্দ্র।
আরও পড়ুন- Calcutta High Court on TET: প্রাথমিকে পার্শ্ব-শিক্ষকদের নিয়োগ নয়, নির্দেশিকা জারি কলকাতা হাইকোর্টের
কলকাতা হাইকোর্টের নির্দেশে, কাঁথি রাঙামাটি শ্মশান সংস্কার টেন্ডার দুর্নীতির তদন্ত করছে সিবিআই। দুর্নীতিতে উঠে আসা অভিযুক্ত রামচন্দ্র পান্ডা(Ramchandra Panda) নামক এক ঠিকাদারের বিবৃতির পরিপ্রেক্ষিতেই আইসি অমলেন্দু বিশ্বাসকে তলব করে সিবিআই। তারপর ইঞ্জিনিয়ার শান্তনু পাণ্ডাকে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা(CBI)।