শনিবার সকাল থেকেই তদন্তের কাজ শুরু করল সিবিআই(CBI)। প্রথমে রামপুরহাট থানা, এবং তারপর বগটুই গ্রামে যায় সিবিআইয়ের প্রতিনিধিরা। নেতৃত্বে ডিআইজি সিবিআই অখিলেশ সিং। তাঁদের সঙ্গে ছিল সিএফএসএল(CFSL) টিম।
জানা গেছে, রামপুরহাট থানায়(Rampurhat Police Station) পৌঁছে কেস ডায়েরি, মামলার অন্যান্য নথি নেন তাঁরা। একইসঙ্গে তদন্তের অগ্রগতি কতটা হয়েছে তা সংক্রান্ত আপডেটও নেয় সিবিআই প্রতিনিধি দল। এর পাশাপাশি বগটুই গিয়ে গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলেন তাঁরা।
আরও পড়ুন- Rampurhat Violence: শনিবার সকালে বগটুই ঘুরে গেলেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী
শুক্রবারই বগটুইয়ের (Bagtui Genocide) তদন্তভার হাতে পেয়েছে সিবিআই (CBI)। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে বগটুই কাণ্ডের তদন্তে নামে তারা।