দায়িত্ব বাড়ল তাপস রায়ের (Tapas Roy)। তৃণমূল কংগ্রসের দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব পেলেন তিনি। বুধবার আনুষ্ঠানিক ভাবে তাঁর নাম ঘোষণা করে তৃণমূল (TMC)। এর আগে সাংগঠনিক জেলার সভাপতি পদে ছিলেন পার্থ ভৌমিক (Partha Bhowmick)। এরপর এই পদটি শূন্যই ছিল। ১৪টি বিধানসভা ও ২টি লোকসভা আছে এই কেন্দ্রে।
উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দ্বন্দ্ব ঠেকাতেই কি এই বড় দায়িত্ব দেওয়া হল তাপস রায়কে! সম্প্রতি উত্তর কলকাতার সভাপতির পদে বসানো হয়েছে তমোঘ্ন ঘোষকে।
আরও পড়ুন: বঙ্গে ১২ দিন ভেসে থাকবে ‘গঙ্গা বিলাস’, জলপথে কলকাতা-ঢাকা, সূচনা করবেন প্রধানমন্ত্রী
এরপরই তাপস রায় অভিযোগ করেন, সুদীপের কথাতেই তাঁকে সভাপতি করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এই নিয়ে পাল্টা আক্রমণ করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। শেষ পর্যন্ত দমদম-ব্যারাকপুর তৃণমূলের দায়িত্ব পেলেন তাপস রায়।