পিছিয়ে গেল সিবিএসই-এর দশম শ্রেণির ফল প্রকাশের দিনক্ষণ। জানা গিয়েছে, ১৩ জুলাই সিবিএসই ক্লাস টেনের টার্ম টু পরীক্ষার ফল প্রকাশিত হবে। ১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে ক্লাস টুয়েলভের রেজাল্ট। cbseresults.nic.in এবং results.gov.in ওয়েবসাইট থেকে পড়ুয়ারা তাদের রেজাল্ট দেখতে পাবেন।
স্কোরকার্ড ডাউনলোড করতে পরীক্ষার্থীকে সিবিএসই দশমের রেজাল্টের লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর রোল নম্বর ও জন্মতারিখ দিলেই রেজাল্ট স্ক্রিনে ভেসে উঠবে। সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে।
আরও পড়ুন- Govt Job Recruitment 2022: উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ে ৬টি শূন্যপদ, জেনে নিন কীভাবে করবেন আবেদন
সিবিএসই সূত্রে খবর, এবার সিবিএসই টার্ম ওয়ান এবং টু মিলিয়ে একটিই মার্কশিট দেওয়া হবে। সেখানেই দুটি টার্মের ফলাফল দেওয়া থাকবে। এক আধিকারিক জানিয়েছেন ফাইনাল মার্কশিটে থিওরি এবং ইন্টার্নাল পরীক্ষার ফলাফল থাকবে।
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মানদণ্ড অনুযায়ী, প্রতিটি বিষয়ে এবং সার্বিকভাবে ৩৩ শতাংশ নম্বর পেলেই পাস করবে পড়ুয়ারা। উল্লেখ্য, ২১ লক্ষেরও বেশি পড়ুয়া এবার সিবিএসই ক্লাস টেনের পরীক্ষা দিয়েছে। ক্লাস টেন ও টুয়েলভের দ্বিতীয় টার্মের পরীক্ষায় বসা মোট পড়ুয়ার সংখ্যা ৩৫ লক্ষেরও বেশি।