সারদা মায়ের পবিত্র ভিটে বাঁকুড়ার জয়রামবাটি ভক্তদের কাছে এক শান্তির ঠিকানা। ১৯২৩ সালে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে মা সারদার পুরাতন ও নতুন বাটিকে অক্ষত রেখেই প্রতিষ্ঠা হয়েছিল 'মাতৃমন্দিরের'। দিনের সঙ্গে সঙ্গে মাতৃমন্দিরের আয়তন বাড়তে থাকে। ভক্ত, অনাথ, দুঃস্থদের সেবায় দৃষ্টান্ত হয়ে ওঠে এই মাতৃমন্দির৷ মাতৃমন্দিরে শুরু হয়েছে শত বর্ষের উদযাপন। দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছেন উদযাপনে।
Chemgiz: সলমনের ছবির পাশে দাঁড়াতেই পারল না জিতের চেঙ্গিজ! প্রথম দিনে আয় মাত্র ১৪ লক্ষ
সকাল থেকেই ভক্তের ঢল নেমেছে। সকালে মঙ্গলারতির মধ্য দিয়ে যে উৎসবের সূচনা হয়। এরপর বর্নাঢ্য শোভাযাত্রা জয়রামবাটি গ্রাম প্রদক্ষিণ করে। সারদা মায়ের বাণী, ভক্তি মূলক গান, যাত্রাপালা সহ বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। প্রসাদ বিতরণ হবে পুজো শেষে। শনিবার সন্ধ্যা থেকেই উৎসব শুরু হয়। এই উৎসব উপলক্ষে সেজে উঠেছে মায়ের বাটি।