শুক্রবার রামপুরহাটের বগটুইয়ের ঘটনার তদন্তে সিবিআইকে দায়িত্ব দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের রায়ের পরেই কেন্দ্রীয় সংস্থার আইনজীবী দাবি করেন, এদিনই ঘটনাস্থলে যাবেন সিবিআই অফিসাররা। সেই দাবিমত রামপুরহাটের ঘটনার তদন্ত করতে রাতেই বগটুইয়ের পথে সিবিআই। দিল্লিতে সিবিআই সূত্রে খবর, আদালতের নির্দেশের পর এই ঘটনার তদন্তে সময় নষ্ট করতে চায় না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার আগেই শুক্রবার গ্রামে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন কেন্দ্রের ফরেন্সিক বিশেষজ্ঞরা।
জানা গেছে, গোটা ঘটনাকে পুঙ্খানুপুঙ্খভাবে সাজাবেন কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরির(NFL) সদস্যরা। সেদিন কীভাবে লেগেছিল আগুন(Fire), কোন দাহ্য পদার্থ ব্যবহার হয়েছিল, সে সব খতিয়ে দেখতে নমুনা সংগ্রহ করেন তাঁরা। এর পাশাপাশি সোনা শেখের পোড়া বাড়ি থেকেও জিনিস সংগ্রহ করেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন- Anarul Hossain: বগটুই কাণ্ডে আনারুল হোসেনের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের
গ্রামবাসীদের একাংশের অভিযোগ, তৃণমূল(TMC) নেতা ভাদু শেখের(Vadu Sekh) খুনের পর যে মহিলা, শিশু-সহ যে ক’জনের মৃত্যু হয়, তাদের আগেই হত্যা(Murder) করা হয়েছিল। পরে ওই বাড়িতে সেই দেহ ঢুকিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। আবার অন্য অংশের দাবি, জ্যান্ত মানুষদের পোড়ানো(Burnt Alive) হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, নমুনা সংগ্রহ করলেই সে তথ্য বেরিয়ে আসবে। মৃতদের ফুসফুসে কার্বনের মাত্রাতে নিশ্চিত হওয়া যাবে গোটা ঘটনা সম্পর্কে।