Rampurhat Violence Update : রামপুরহাটের ঘটনায় রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের, রাজ্যে আসছে কেন্দ্রীয় দল

Updated : Mar 22, 2022 18:18
|
Editorji News Desk

রামপুরহাটে হিংসার (Rampurhat Violence) ঘটনায় এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry) । দিল্লি থেকে এমনই জানালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । তাঁর আরও দাবি, বাংলার পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসবে ।

মঙ্গলবার দিল্লি যান সুকান্ত মজুমদার । সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ-সহ অন্যান্য বিজেপি সাংসদ । সেখানে অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার । রামপুরহাটের ঘটনার কথা জানান । এরপর সেখান থেকে বেরিয়ে বলেন, " অমিত শাহ তাঁদের আশ্বাস দিয়ে জানিয়েছেন, এই ঘটনায় আধিকারিকদের সঙ্গে তাঁর কথা হয়েছে । রাজ্যের কাছে রিপোর্ট তলব করা হয়েছে । রিপোর্ট পাওয়ার পরই স্বরাষ্ট্রমন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসারদের একটি দল পরিস্থিতি খতিয়ে দেখতে এ রাজ্যে আসবে । "

ঘটনায় মুখ্যমন্ত্রীর কড়া নিন্দা করেছেন বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) । তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী । কিন্তু, মহিলা, শিশু কাউকে শেষপর্যন্ত ছাড়লেন না । অনুব্রত মণ্ডল একজন গুন্ডা । উনি বলছেন শট সার্কিট থেকে আগুন লেগেছে । একটা শট সার্কিট থেকে সাত থেকে আটটা ঘর কীভাবে পুড়ে গেল ? এতগুলো লোক মরে গেল ! এসব বলে কিছু হবে না ।

আরও পড়ুন, Rampurhat Murder: রামপুরহাটের ঘটনায় রেয়াত নয়, হুঁশিয়ারি ফিরাদের, বিরোধীদের কটাক্ষ পার্থর
 

রামপুরহাটের ঘটনায় তৎপর রাজ্যপালও । রামপুরহাটের ঘটনা নিয়ে রাজ্য সরকারের মুখ্যসচিবের থেকে রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) । ট্যুইটারে লিখেছেন, "বীরভূমের রামপুরহাটে ঘটনায় স্পষ্ট যে রাজ্যে হিংসার রাজনীতি চলছে । আইনশৃঙ্খলা নেই । ইতিমধ্যে আটজনের মৃত্যু হয়েছে । আমি জরুরি ভিত্তিতে রাজ্যের মুখ্য সচিবের কাছ থেকে রিপোর্ট তলব করছি । প্রয়াতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল । "

রামপুরহাটের ঘটনায় সিট ঘটন করেছে রাজ্যসরকার । নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে । মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজি বৈঠকে বসেন । সূত্রের খবর, কীভাবে ঘটনা ঘটল, স্থানীয় প্রশাসনের কতটা তত্‍পরতা ছিল, এ সব নিয়ে জেলা প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে নবান্ন ।

Central GovernmentAmit ShahSukanta MajumdarRampurhat

Recommended For You

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা
editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর

editorji | লোকাল

Panagragh Accident : সুতন্দ্রার মৃত্যুতে অধরা দুষ্কৃতীরা, পানাগড়ের ঘটনায় পুলিশের তত্ত্ব খারিজ পরিবারের

editorji | লোকাল

Panagragh Accident : রাতের রাস্তায় ফের ‘দুঃশাসন’, পানাগড়ে তরুণীকে উত্যক্ত করে ধাওয়া, গাড়ি উল্টে মৃত্যু