উত্তরবঙ্গ সফরের মাঝেই অসুস্থ কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরী। একাধিক অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যেআসেন তিনি। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির একটি অনুষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী। গ্রিন করিডোর করে মঞ্চেই ডাকা হয় চিকিৎসককে। সূত্রের খবর, রক্তচাপজনিক সমস্যায় ভুগছেন মন্ত্রী। আপাতত, চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন তিনি।
সূত্রের খবর, অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ই অসুস্থ বোধ করেন নীতিন গডকরী। এরপরই তাঁকে মঞ্চের পিছনে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রক্তে সুগারের মাত্রা নেমে যাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ট জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। তাই তাঁর স্বাস্থ্যপরীক্ষা করা হয়।
বৃহস্পতিবার শিলিগুড়িতে বালাসন থেকে সেবক ক্যান্টনমেন্ট পর্যন্ত ফোর লেনের রাস্তার উদ্বোধনে আসেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গডকরী। সেখানে অনুষ্ঠান চলাকালীন অস্বস্তি বোধ করেন তিনি।