পুজো এগিয়ে এলেও, আকাশে বাতাসে পুজো পুজো ভাবের কিন্তু লেশমাত্র নেই। বরং পুজোর আগে ফের মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়েছে বাংলায়। এর জেরে রাজ্যজুড়ে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। ভরা শরৎ কালেও আকাশের মুখ ভার। ফের কবে থেকে দুর্যোগ শুরু হবে রাজ্যে? হাওয়া অফিস কী বলছে? জানাব আপনাদের।
শুক্রবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা। ছিটেফোঁটা বৃষ্টি লেগেই রয়েছে দিনভর। উপকূলের দুই জেলা দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় দুর্যোগের প্রকোপ বেশি হবে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকতে পারে যার জেরে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
অর্থাৎ পুজোর আর এক মাসও বাকি নেই। জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়েই। শুক্রবার কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০ থেকে ৯৪ শতাংশ। সকাল ১০ টার পর থেকে তা ক্রমেই বাড়বে। বৃষ্টি হলেও গরম থেকে মিলবে না নিস্তার। শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে বলেই খবর।