বৃহস্পতিবারেই আকাশ ভেঙে ঝড়বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে বঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। এবার রাজ্যের একাধিক জেলায় জারি হল কমলা সতর্কতা। আগামী তিন দিন একাধিক জেলায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা , বজ্রপাত শিলাবৃষ্টি নিয়েও সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার বাজ পড়ে রাজ্যের একাধিক জেলায় সামনে এসেছে মৃত্যুর ঘটনা, তাই আগেভাগেই সতর্ক হতে চাইছে রাজ্য।
Cyclone Mocha: মে মাসের দ্বিতীয় সপ্তাহেই বাংলায় আছড়ে পড়বে 'মোচা'? ঘূর্ণিঝড় নিয়ে প্রবল চিন্তায় আবহবিদরা
উল্লেখ্য, দক্ষিণবঙ্গে একদিনে বজ্রপাতে মৃত্যু একাধিক ব্যক্তির। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানে বাজ পড়ে মৃত্যু হয়েছে ৪ জনের। পশ্চিম মেদিনীপুরেও বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন ৪ জন। হাওড়া ও মুর্শিদাবাদে বাজ পড়ে মৃত্যু হয় মোট ৬ জনের। পশ্চিম মেদিনীপুরেও বজ্রাঘাতে মৃত্যু ২৬ বছরের এক যুবকের। কেশপুরের অঙ্গুয়ায় মৃত্যু হয় এক কিশোরীর। বাজ পড়ে এই জেলায় মৃত্যু হয়েছে আরও ২ জনের।