দিনকে দিন অসহ্য হয়ে উঠছে গরম। সকাল ৬ টা থেকেই সূর্যের তেজ রীতিমতো অনুভব করা যাচ্ছে, আর ১১ টার পর তো কার্যত ফোস্কা পড়ার জোগাড়। বঙ্গবাসীর এখন একটাই চাহিদা বৃষ্টি আসবে কবে? গরমে, ঘামে কার্যত নাজেহাল মানুষ।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর পশ্চিম শুষ্ক বায়ুর প্রভাবে জারি থাকবে অস্বস্তি। আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ জারি থাকবে। এর মধ্যে, দক্ষিণবঙ্গে ২ থেকে ১ ডিগ্রি তাপমাত্রার পারাপতন হলেও গরম থেকে রেহাই মিলবে না এখনই। তবে মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও, এতে গরম কমার কোনও লক্ষণ নেই।
Sunil Narine: টি২০ বিশ্বকাপ খেলবেন না সুনীল নারিন, জানিয়ে দিলেন KKR তারকা
মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৯ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।