রাজ্যে ৭ দফায় ভোট গ্রহণের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিজেপির তরফে কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও এর বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের এর প্রতিবাদে জানিয়ে বলেন, একাধিক দফায় ভোটগ্রহণ করা হলে অর্থনৈতিকভাবে যে রাজনৈতিক দল ক্ষমতাবান তারা ভোটারদের প্রভাবিত করতে পারে।
কী বললেন চন্দ্রিমা ভট্টাচার্য?
তিনি বলেন, একদফায় ভোট হলে ভোটারদের ভোট দিতে সুবিধা হয়। এবং অনেক বেশি সংখ্যক মানুষ ভোট দিতে পারেন। কিন্তু একাধিক দফায় ভোট হলে যারা অর্থনৈতিকভাবে ক্ষমতাশালী হয় অর্থাৎ যাদের হাতে বেশি টাকা থাকে তারা সেই টাকা ভোটের কাজে লাগাতে পারে।"
যদিও ৭ দফায় ভোটগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট প্রক্রিয়া সম্পন্ন করবে জাতীয় নির্বাচন কমিশন। এর ফলে সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।