মঙ্গলবার পাহাড়ে জিটিএ-এর শপথ অনুষ্ঠান। তার আগে সোমবার তিনদিনের উত্তরবঙ্গ সফরে রওনা দিচ্ছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ১১ থেকে ১৩ জুলাই পর্যন্ত তাঁর উত্তরবঙ্গে থাকার কথা। সম্প্রতি পাহাড়ে হয়েছে জিটিএ ভোট। ৪৫ আসনের নির্বাচনে ২৬টি আসন নিয়ে জয়ী হয়েছিল অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। ১০টি আসনে প্রার্থী দিয়ে পাঁচটি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।
সম্প্রতি কলকাতায় এসেছিলেন অনীত থাপা। নবান্নে দেখা করেছিলেন তিনি। বৈঠক শেষে বেরিয়ে অনীত জানিয়েছিলেন, থমকে থাকা পাহাড়ের উন্নয়নকে এবার তাঁরা এগিয়ে নিয়ে যেতে চান। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী সহযোগিতা প্রয়োজন বলেও দাবি করেছিলেন অনীত। পাহাড়ে অনীতের জয়ে তাঁকে শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী। বর্ধমানের জনসভা থেকে তিনি সাফ জানিয়ে ছিলেন, অনেক প্ররোচনা হয়েছে। কিন্তু এবার পাহাড়ে কাজ হবে। পাহাড়ের মানুষ হাসবেন।
আরও পড়ুন : দীর্ঘ বিতর্কের পর আজ শিয়ালদহ মেট্রোর স্টেশনের উদ্বোধন
কলকাতায় এসে জিটিএ-এর শপথ অনুষ্ঠানে থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান অনীত থাপা। সূত্রের খবর, মঙ্গলবার সেই শপথ অনুষ্ঠানে থাকতে পারেন মুখ্যমন্ত্রী।