Mamata Banerjee: ৩ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে মুখ‍্যমন্ত্রীর পর্যালোচনা বৈঠক

Updated : Jan 27, 2022 16:25
|
Editorji News Desk

সাধারণত জেলায় জেলায় হাজির হয়েই প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে থাকেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় (Mamata Banerjee)। কিন্তু নতুন বছরের গোড়ায় ফের শুরু হয় করোনার (Covid-19) দাপট। তাই ভিড় এড়াতে এবার ভার্চুয়াল বৈঠকের পথে হাঁটছে নবান্ন (Nabanna)। জানা গিয়েছে, এই প্রথমবার আগামী ৩ ফেব্রুয়ারি, নেতাজি ইন্ডোরে (Netaji indoor stadium) কোনও সব জেলার আধিকারিকদের উপস্থিতিতে প্রশাসনিক বৈঠক হবে। তবে সকলে সশরীরে হাজির হবেন না। সূত্রের খবর, জেলাশাসক এবং পুলিশ সুপাররা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগ দেবেন বৈঠকে।

এছাড়া নেতাজি ইন্ডোরে উপস্থিত থাকতে পারেন মুখ্যসচিব-সহ অন্যান্য সচিবরা। হাজির হওয়ার কথা বেশ কয়েকজন বিধায়ক এবং মন্ত্রীদেরও। এখনও পর্যন্ত যে সমস্ত প্রকল্পের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার, তার পর্যালোচনা হবে এই বৈঠকে। করোনা কাঁটায় বেশ কয়েকটি প্রকল্প চালু করতে দেরি হয়েছে। যেমন ‘দুয়ারে সরকার’ প্রকল্প পিছিয়ে শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে। এই ক্ষেত্রে যাতে সব প্রতিকূলতা মিটিয়ে ফেলা সম্ভব হয়, তা নিয়ে পর্যালোচনা করা হবে। আবার নতুন নতুন কিছু প্রকল্পগুলিকে কী ভাবে সুষ্ঠভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, সে নিয়েও জেলাশাসক ও আধিকারিকদের সঙ্গে কথা বলবেন মুখ‍্যমন্ত্রী। 

আরও পড়ুন : বাজেট অধিবেশনের আগে সাংসদদের নিয়ে আজ মমতা কৌশল বৈঠক

অতিমারীতে (Corona Pandemic) গোটা দেশই আর্থিকভাবে ধাক্কা খেয়েছে। ব্যতিক্রমী নয় বাংলাও। তাই এই করোনা পরিস্থিতিতে নতুন করে যে কোনও বড় প্রকল্প চালু করা হবে না, সে কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাই যে প্রকল্পগুলি রয়েছে, তা নির্বিঘ্নে চালু রাখতেই একসঙ্গে সব জেলার সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। জেলাশাসকদের প্রয়োজনের কথাও শুনবেন তিনি।

West BengalMamata Banerjee

Recommended For You

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত
editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর

editorji | লোকাল

Panagragh Accident : সুতন্দ্রার মৃত্যুতে অধরা দুষ্কৃতীরা, পানাগড়ের ঘটনায় পুলিশের তত্ত্ব খারিজ পরিবারের