"রাজা আর নীতি, এই নিয়েই রাজনীতি। এর মধ্যে বহু মানুষ নীতি মানছেন না। রাজা হওয়ার শখটাও ছাড়ছেন না।" একের পর এক নেতাদের দুর্নীতিতে নাম প্রকাশ্যে আসছে। এই সময় এমনই মন্তব্য বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর।
রবিবার বারাসতের বামনগাছির একটি বিজয়া সম্মলনীতে তাঁর এই মন্তব্য নিয়েই শোরগোল পড়ে গিয়েছে।বিজয়া সম্মিলনীতে ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষও। তাঁর সামনেই এই মন্তব্য করেন চিরঞ্জিত।
আরও পড়ুন: গাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা ও গয়না, এবার আবাসনের ফ্ল্যাটেও হানা পুলিশের
এদিন চিরঞ্জিত বলেন, "রাজা আর নীতি, এই নিয়ে রাজনীতি। এখন বহু মানুষ নীতি মেনে চলছেন না। কিন্তু রাজা হওয়ার শখটাও ছাড়ছেন না। সবাই রাজা হতে চাইছেন। তাঁদের মধ্যেই দুর্নীতিটা হচ্ছে। ইডি তাঁদের পিছনে লাগবেই।" এদিন বামনগাছির অনুষ্ঠান থেকে চিরঞ্জিত বলেন, "যারা রাজা হতে চাইছেন না, মানে আমার মতো, আমাকে ইডি-সিবিআই ফোন করলে কথা বলতে পারি। ডাকতে পারি বাড়িতে। কিন্তু নিশ্চিত, তাও আসবে না।"