কল্যাণী এইমসে (AIIMS) বেআইনি নিয়োগ কান্ডে এবার নাম জড়াল বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার। কল্যাণী এইমসে বেআইনি নিয়োগের অভিযোগে ওই বিজেপি বিধায়কের মেয়ে মৈত্রী দানা'কে জিজ্ঞাসাবাদ সিআইডির।
জানা গিয়েছে, এই নিয়োগ দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আগেই তাঁকে নোটিস পাঠায় সিআইডি। সেইমতো শুক্রবার তাঁর বাড়ি যান সিআইডি আধিকারিকরা। যদিও বুধবার নীলাদ্রিশেখর দানা হুমকি দিয়েছেন, তিনিও সবার কীর্তি ফাঁস করবেন।
আরও পড়ুন- ED Summons Malay Ghatak: কয়লা পাচার কাণ্ডে আজ ফের মন্ত্রী মলয় ঘটককে তলব ইডির, তলব সুশান্ত মাহাতোকেও
এর আগে এই একই অভিযোগে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি অফিসাররা। বুধবার সিআইডির একটি দল নদিয়ায় হরিণঘাটার জাগুলিতে বঙ্কিমবাবুর বাড়িতে যায়। সেখানে পুত্রবধূ অনসূয়া ঘোষ ধরকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা।
যোগ্যতা না থাকা সত্ত্বেও প্রভাবশালীদের সুপারিশে এইমসে কাজের বরাতপ্রাপ্ত সংস্থায় অনেকের চাকরি পাওযার অভিযোগ রয়েছে। প্রাথমিক ভাবে গোয়েন্দারা জানতে পেরেছেন, একটি সংস্থার মাধ্যমে নিয়োগ পাওয়া প্রায় দুশো জনের অর্ধেকই ঢুকেছেন প্রভাবশালীদের সুপারিশে। তার মধ্যে বঙ্কিমবাবুর পুত্রবধূ অনসূয়া ঘোষ ধর এবং নীলাদ্রিবাবুর মেয়ে মৈত্রী দানাও রয়েছেন বলে অভিযোগ।