এসেছিলেন চিকিৎসা করাতে। কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশ ফিরতে হচ্ছে ভারতে আগত বাংলাদেশিদের। কেউ ফিরছেন হিলি সীমান্ত দিয়ে কেউ আবার বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত দিয়ে। পদ্মাপাড়ের পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে রীতিমতো আতঙ্কিত তাঁরা। কিন্তু বাংলাদেশেই রয়েছে জমি, জায়গা, বাড়ি। সেই কারণে ফিরতে হচ্ছে তাঁদের।
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনার পর ওই দেশে ফিরতে ভয় পাচ্ছেন ভারতীয়রা। তাঁদের মধ্যে অনেকেই জানিয়েছেন, বাংলাদেশে ফেরার পর তাঁদের উপর হামলা চালানো হতে পারে। তবে এই পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের সাময়িকভাবে ভিসা দেওয়া বন্ধ রেখেছে ভারত সরকার।
চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকে উত্তপ্ত বাংলাদেশের একাধিক এলাকা। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চালানো হচ্ছে অভিযোগ। একই দাবি করেছেন বাংলাদেশের গৃহবধূ চন্দনা গোস্বামী। সম্প্রতি তিনি ভারতে এসেছিলেন। এবং রবিবার ফিরে গিয়েছেন। যাওয়ার আগে তিনি জানিয়েছিলেন, বাংলাদেশে বিভিন্ন এলাকা অশান্ত হয়ে উঠেছে। রীতিমতো আতঙ্কে রয়েছেন সেখানকার বাসিন্দারা।
একই দাবি করেছেন বাংলাদেশের বাসিন্দা অরুণ দেবনাথ। সম্প্রতি তিনি ভারতে এসেছিলেন। তাঁর বক্তব্য, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা বেড়েছে।
এদিকে বাংলাদেশের পরিস্থিতির জেরে বসিরহাটের সীমান্তবর্তী এলাকার ব্যবসায়ীদের মাথায় হাত। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ রেখেছে ভারত সরকার। ফলে বাংলাদেশিরা চিকিৎসা বা বেড়াতে আসতে পারছেন না ভারতে। ফলে বসিরহাটের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের রোজগার অনেকটাই কমেছে।
আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মত, বাংলাদেশে কবে শান্তি ফিরে আসে সেটাই এখন দেখার। এর ফলে দুই দেশের নাগরিকদেরই সুবিধা। এরই মধ্যে মঙ্গলবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল।