সাধারণ মানুষের পাশে থাকার উদ্দেশে ফের একটি উদ্যোগ নিল রাজ্য সরকার। ফের একবার টেলিফোন জনসংযোগে কর্মসূচি শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নতুন কর্মসূচির নাম 'সরাসরি মুখ্যমন্ত্রী'। একটি বিশেষ নম্বরে ফোন করে এবার যে কোনও সাধারণ মানুষও সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে জানাতে পারবেন নিজেদের অভাব অভিযোগের কথা।
শুক্রবার বাঁকুড়ার পাত্রসায়রে ভার্চুয়াল সভায় বক্তৃতা দেওয়ার সময় এই নতুন কর্মসূচির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬'টা পর্যন্ত ফোন করে মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি অভাব অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষরা। তবে, কোন নম্বরে ফোন করতে হবে, তা এখনও জানানো হয়নি।