Mamata Banerjee : মালবাজারের দুর্ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর,মৃতদের পরিবারকে ২ লাখ টাকা সাহায্যের ঘোষণা

Updated : Oct 13, 2022 12:41
|
Editorji News Desk

মালবাজারে (Malbazar) প্রতিমা বিসর্জনে হড়পা বানে মৃতের সংখ্যা বাড়ছে । এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে ।   দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । পাশাপাশি, মৃতের পরিবারকে ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করছেন তিনি ।

এদিন,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরপর তিনটে টুইট করেন । প্রথম টুইটে তিনি, জলপাইগুড়ির মাল নদীতে দুর্গা বিসর্জনের মুহূর্তে হড়পা বানে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শান্তি কামনা করেছেন । মুখ্যমন্ত্রী জানিয়েছেন,  এই মুহূর্তে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ১৩ জন  চিকিৎসাধীন রয়েছেন । 

আরও পড়ুন, Assam News : অসমের সোনিতপুরে পুজোর ভাসানের মধ্যে হড়পা বাণ, ভাইরাল উদ্ধারের ভিডিও
 

মুখ্যমন্ত্রী তাঁর দ্বিতীয় টুইটে জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে । এই মুহূর্তে এনডিআরএফ, এসডিআরএফ এখনও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন । পুলিশ, সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক এবং স্থানীয় যুবকদের প্রচেষ্টায় এখনও পর্যন্ত ৭০ জনকে উদ্ধার করা হয়েছে । আ তাঁদের নিঃস্বার্থ সেবার প্রশংসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । শেষ টুইটে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি দুটি জরুরি হেল্পলাইন নম্বরও শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী । হেল্পলাইন নম্বর দু'টি হল ০৩৫৬১ ২৩০ ৭৮০ এবং ৯০৭৩৯৩৬৮১৫ । 

বুধবার রাতে জলপাইগুড়ির মালবাজার এলাকায় মাল নদীতে বিসর্জন চলছিল । সেই সময় আকস্মিক হড়পা বানে ভেসে যান অনেকে । ঘটনায় এখনও পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে । নিখোঁজ অনেকে । মৃতদের মধ্যে এক নাবালিকা, এক শিশু ও ৭২ বছরের এক বৃদ্ধ রয়েছেন । প্রশাসনের তরফে মৃত ব্যক্তিদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে রয়েছেন তপন অধিকারী (৭২), ঊর্মি সাহা (১৩), রুমুর সাহা (৪২), আনস পণ্ডিত (৮), বিভা দেবী (২৮), শুভাশিস রাহা (৬৩), শোভনদ্বীপ অধিকারী (২০) এবং সুস্মিতা পোদ্দার (২২)।

এদিকে, এই ঘটনার দায় কার, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । এই পাহাড়ি নদীতে হড়পা বানে বড় বড় ট্রাক ভেসে যাওয়ার ঘটনা প্রায়শই ঘটে ৷ তাছাড়া, এবার বৃষ্টি হওয়া নিয়ে আবহাওয়া দফতরের আগাম সতর্কতা ছিল । পাহাড়ে বৃষ্টি হলে এই নদীতে আচমকা জলস্তর বৃদ্ধি পায় । তা সত্ত্বেও নদীতে নেমে এভাবে বিসর্জনের আয়োজন কেন ? সেই নিয়ে প্রশ্ন উঠছে । এমনকী,বিসর্জনের সময় ঘটনাস্থলে উদ্ধারকারী দল ছিল না বলেও অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা ।

Flash FloodImmersionMamata BanerjeeJalpaiguri

Recommended For You

editorji | লোকাল

Poush Mela 2024 : ৩ দিন নয়, ৬ দিন! মঙ্গলবার থেকে শান্তিনিকেতনে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা

editorji | লোকাল

Local Train Cancel : সামনেই নতুন বছর, এই আবহে হাওড়া শাখায় বাতিল ৬০টি ট্রেন, ৩২ দিন বন্ধ পরিষেবা

editorji | লোকাল

Memary News : কী ছিল গোয়াল ঘরে ? গাঁজার সঙ্গেই মিলল টাকা, মেমারিতে চাঞ্চল্য

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?