পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বেহালা চৌরাস্তা। মাটি বোঝাই একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়ার। গুরুতর আহত অবস্থায় পি জি হাসপাতালে ভর্তি রয়েছে তার বাবা। ঘটনার পরেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে থাকা একটি পুলিশ ভ্যানে আগুন লাগিয়ে দেয় তারা।
এদিকে ঘটনার পরেই ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদিকে ফোন করেন তিনি। পুরো ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী।
Read More- বেহালার ঘটনায় রিপোর্ট তলব নবান্নের, কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর
এদিকে দুর্ঘটনার পরেই বেশ কিছুক্ষণ ধরে অবরুদ্ধ থাকে ডায়মন্ডহারবার রোড। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে পুলিশের। দীর্ঘক্ষণ মৃতদেহ রাস্তায় ফেলে বিক্ষোভ দেখায় তারা। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের সেল ফাঁটাতে হয় পুলিশকে।