পুরুলিয়ার সভা থেকে ফের নির্বাচন কমিশনকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করার অনুরোধ করেন তিনি।
ভোট ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বালুরঘাটের সভা থেকে তিনি অভিযোগ করেন, বিজেপির কথায় কাজ করছে নির্বাচন কমিশন।
পুরুলিয়ায় কী বলেছেন তৃণমূল নেত্রী?
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "নির্বাচন কমিশন, তোমাকে স্যালুট জানাই (Election Commission salute to you)। আমি আগেই আপনাকে স্যালুট দিয়ে দিলাম। BJP আপনাকে রোজ দেয়। আমরা চাই আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন। আর যদি না করেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র যদি ধ্বংস হয়ে যায়, পৃথিবীর মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না।"
শুধু নির্বাচন কমিশন নয়, কেন্দ্রীয় এজেন্সিগুলিকেও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। এজেন্সিগুলিকেও BJP নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ তোলেন তিনি।