এবার বাংলা ভাষায় নতুন শব্দ সংযোজন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পয়লা বৈশাখের আগে সকলকে 'শুভনন্দন' জানালেন তিনি।
বুধবার দিঘা প্রেস ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। জানান, সকলে বলেন শুভেচ্ছা বা অভিনন্দন কিন্তু বাংলায় নতুন শব্দের প্রয়োজন। সেই কারণেই আলাদা করে শুভেচ্ছা এবং অভিনন্দন না জানিয়ে, উপস্থিত সকলকে নববৈশাখের শুভনন্দন জানান তিনি।
এদিন প্রেস ক্লাব উদ্বোধন ছাড়াও, দিঘার দুটি বিচেরও নামকরণ করেন তিনি। মুখ্যমন্ত্রী জনিয়েছেন, এই দুটি সমুদ্র সৈকতের মধ্যে একটির নামকরণ করা হয়েছে ঢেউ সাগর। অন্যটির নাম রাখা হয়েছে সূর্য সাগর।