যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন (Ukraine Crisis) থেকে ঘরে ফেরা পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সূত্রে খবর, বুধবার দুপুর ১২টা নাগাদ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পড়ুয়াদের মুখোমুখি হবেন তিনি।
ইউক্রেন থেকে দেশে ফিরেছেন ৩০০ জন বাংলার পড়ুয়া। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে (Ukraine Russia Conflict) তাঁদের অভিজ্ঞতা কেমন ছিল, জানতে চাইবেন মুখ্যমন্ত্রী। সেখানে কী কী সমস্যায় পড়েছিলেন তাঁরা, তাও মুখ্যমন্ত্রীর সঙ্গে ভাগ করে নিতে পারবেন পড়ুয়ারা। এই দেশ ছেড়ে কেন ইউক্রেনে (Russia-Ukraine War) পড়তে গিয়েছিলেন, পড়ুয়াদের কাছে সেটাও জানতে চাইবেন মুখ্যমন্ত্রী। ইউক্রেন থেকে ফেরা রাজ্যের পড়ুয়াদের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করেছেন জেলাশাসকরা। তাঁদের নিয়ে আসার জন্য করা হয়েছে, বিশেষ ব্যবস্থাও।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের মাঝেই দুই কেন্দ্রের উপনির্বাচন, কীভাবে হবে পরীক্ষা? চিন্তায় পড়ুয়া-অভিভাবকরা
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পরই বাংলার পড়ুয়াদের দেশে ফেরানোর আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ুয়াদের পরিবারের জন্য নবান্নে একটি হেল্পলাইন নম্বরও চালু করে রাজ্য। এয়ারোপোর্ট থেকে এরপর পড়য়াদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করে নবান্ন।