হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড (Swastha Sathi Card) না নিলে এফআইআর করার হুমকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বাদ যাবে হাসপাতালের লাইসেন্সও (Hospital Licence)। পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে এমনই হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কোনও অসুবিধা হলে সঙ্গে সঙ্গে পুলিশে এফআইআর করবেন। কার্ডে হেল্পলাইন নম্বর আছে। কোনও রিনিউয়াল করতে হয় না।"
আরও পড়ুন: আনিস খুনের তদন্তে আদালতে পুলিশকেই দুষল রাজ্য
এর আগেও নবান্ন থেকে বৈঠক করে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে হুঁশিয়ারি দেন নিতে চাইছে না বলে অভিযোগ উঠেছিল। তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানান, স্বাস্থ্যসাথী কার্ড ফেরালে 'রাফ অ্য়ান্ড টাফ' হবে রাজ্য। হাসপাতালের বিরুদ্ধে আইনি পদক্ষেপও করতে পারে সরকার। বাতিল হতে পারে বেসরকারি হাসপাতালের লাইসেন্সও।