বুধবার বিকেলে ফের রাজভবনে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাড়ে ৫টা নাগাদ রাজভবনে ঢোকেন তিনি। সূত্রের খবর একাধিক বিষয় নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করতেই সেখানে যান মুখ্যমন্ত্রী। প্রায় ৪৫ মিনিট পর বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী।
বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যপালের সঙ্গে বৈঠক হয়েছে। খুব ভালোভাবে বৈঠক সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় বাজেট। আর তার পরেই রাজ্য বাজেট। সূত্রের খবর, সেকারণেই রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক সারেন মুখ্যমন্ত্রী।