কন্টেনারের মধ্যে কয়লাপাচার। তবে পাচারের আগেই পর্দাফাঁস। কয়লাবোঝাই কন্টেনারটি শুক্রবার রাতে নাকা তল্লাশি চালিয়ে ধরে ফেলে জামুড়িয়া থানার পুলিশ। রানিসায়ের মোড়ের কাছে এই গাড়িটি আটক করেন পুলিশ কর্তারা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে। হুগলির এক প্রাইভেট ফুড প্রোডাক্ট সংস্থার নাম লেখা ছিল ওই গাড়িতে।
কয়লা পাচারে নতুন পন্থা নিচ্ছে পাচারকারীরা। কখনও দুধের কন্টেনার, কখনও খাবারের কন্টেনারে পাচার চলছে। জানা গিয়েছে, এদিন ছোট ছোট বস্তায় কয়লাবোঝাই করে ফুড প্রোডাক্ট কন্টেনারে কয়লা পাচার হচ্ছিল। মোট ৪ টন কয়লা উদ্ধার করা হয়েছে ওই গাড়ি থেকে। কিছুদিন আগে দুধের কন্টেনার থেকে একই ভাবে কয়লা উদ্ধার করে পুলিশ। ধৃত সুরোজ দাস ও জামুড়িয়ার বোগরার বাসিন্দা তারক মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আরও পড়ুন: ডেঙ্গি-ম্যালেরিয়া প্রতিরোধ নিয়ে বেসরকারি হাসপাতালগুলিকেও নির্দেশিকা রাজ্যের
প্রসঙ্গত, প্রায়ই স্থানীয় বাসিন্দারা অভিযোগ করতেন, দুধের গাড়ির পিছনে বাইক নিয়ে যাওয়ার সময় কয়লার গুঁড়ো চোখে লাগছে। কিন্তু সন্দেহ হলেও মানুষ বিষয়টি নিয়ে আগ্রহী নয়। তবে ধরা পড়ার পর দেখা যায়, কন্টেনারের ভিতরে আছে বস্তা বস্তা কয়লা।