বৈঠক চলাকালীন চিকিৎসকদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সাদরদত্ত মেডিক্যাল কলেজে। ঘটনায় চেস্ট মেডিসিনের এক চিকিৎসক আহত হয়েছেন বলে খবর।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকালে সাগর দত্ত মেডিক্যাল কলেজে কাউন্সিল মিটিং চলছিল। অভিযোগ, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন সদস্য আচমকা ওই মিটিং রুমে হামলা চালায়। এবং বৈঠকে উপস্থিত চিকিৎসকদের মারধর করে। তাঁরা বিরূপাক্ষ বিশ্বাস ঘনিষ্ঠ চিকিৎসক বলে জানা গিয়েছে।
চিকিৎসকদের অভিযোগ, যারা হামলা চালিয়েছে তাঁদের মধ্যে কয়েকজন বহিরাগত রয়েছেন। আহত চিকিৎসকের নাম মনোজিৎ। বৈঠকে উপস্থিত চিকিৎসকদের মারধরের পাশাপাশি হাসপাতালেও ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ।
এই ঘটনার পর হাসপাতালের ডিনের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন জুনিয়র ডাক্তাররা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ