Lok Sabha Election: বাম-কংগ্রেস জোটে কি ফাটল? ঘাটালে CPI প্রার্থী দেওয়ার পরেও হাত চিহ্নে নয়া প্রার্থী

Updated : Apr 07, 2024 21:17
|
Editorji News Desk

জোটের জট যেন কাটতেই চাইছে না। একদিনে গোটা দেশে INDIA জোট, অন্যদিকে রাজ্যে বাম-কংগ্রেস-ISF জোট। কোনওভাবেই দুই-দুই চার হচ্ছে না তা একপ্রকার নিশ্চিত রাজনৈতিক মহল। 

রাজ্যে INDIA জোট যে কার্যকর হবে না তা ভোট ঘোষণার অনেক আগেই স্পষ্ট করে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বাম-কংগ্রেস-ISF জোটও অনিশ্চিত হয়েছে। জোট থেকে বেরিয়ে আসার কথা জানিয়ে দিয়েছেন ISF প্রধান নওশাদ সিদ্দিকি। পড়ে রইল বাম-কংগ্রেস। 

আসন্ন নির্বাচনে বাম কংগ্রেসের মধ্যেও অন্তত জোট থাকবে বলে মনে করেছিলেন রাজনৈতিক মহলের একাংশ। কিন্তু ঘাটাল লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। আর তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি রাজ্যে বাম-কংগ্রেস জোটও টিকছে না? 

ইতিমধ্যে ঘাটাল লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। সেখানে প্রার্থী হয়েছেন বাম শরিক দল CPI নেতা তপন গাঙ্গুলি। অন্যদিকে রবিবার সেখানে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। তাদের হয়ে লড়বেন বিজেপি ফেরত পাপিয়া চক্রবর্তী। আর এখানেই প্রশ্ন তুলছেন অনেকেই। 

 ISF জোট থেকে বেরিয়ে গেলেও কংগ্রেস এখনও সেই ধরনের কোনও মন্তব্য করেনি। কিন্তু তারপরেও কেন একই আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস? এর পিছনে কারণ কী?    

রাজনৈতিক মহলের বক্তব্য, বাম কংগ্রেস জোটের মধ্যেও চোরাস্রোত বইছে। কারণ জোট করতে গিয়ে আগেই আসন সমঝোতা নিয়ে শরিকদের তিরে বিদ্ধ হতে হয়েছে। এরই মধ্যে মথুরাপুরের আসনের দাবিদার ছিল কংগ্রেস। কিন্তু শনিবার ওই আসনে প্রার্থী ঘোষণা করে CPIM। ওই আসন থেকে লড়বেন শরৎচন্দ্র হালদার। অন্যদিকে ঘাটালেও প্রার্থী দিল কংগ্রেস। সূত্রের খবর মথুরাপুরেও প্রার্থী দিতে পারে তারা।

Lok Sabha Election 2024

Recommended For You

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা
editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর

editorji | লোকাল

Panagragh Accident : সুতন্দ্রার মৃত্যুতে অধরা দুষ্কৃতীরা, পানাগড়ের ঘটনায় পুলিশের তত্ত্ব খারিজ পরিবারের

editorji | লোকাল

Panagragh Accident : রাতের রাস্তায় ফের ‘দুঃশাসন’, পানাগড়ে তরুণীকে উত্যক্ত করে ধাওয়া, গাড়ি উল্টে মৃত্যু