তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, বাংলায় কংগ্রেসকে একটি আসনও ছাড়া হবে না। এই পরিস্থিতিতে কী বাংলায় নতুন জোটের সলতে পাকানো শুরু হয়ে গেল ? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যের রাজনৈতিক মহলে।
মমতা অভিযোগ করেছেন, রাজ্যে জোট ভাঙার জন্য দায়ী সিপিএম। কংগ্রেসের একটি সূত্র থেকে জানা গিয়েছে, বাংলায় বামেদের দিকে ফের হাত বাড়াতে চায় কংগ্রেস। তবে প্রদেশ নেতারা এই ব্যাপারে তাকিয়ে দিল্লির হাইকম্যান্ডের দিকেই।
বৃহস্পতিবার মুর্শিদাবাদে রাহুলের ন্যায় যাত্রায় হাজির ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তী। তাঁদের এই উপস্থিতি জোট জল্পনাকে উসকে দিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে কত আসনে সমঝোতা, তা এখনও স্পষ্ট নয়।
কংগ্রেসের একটি সূত্র থেকে দাবি, রাজ্যে কমবেশি ২০টি আসনে বাম-কংগ্রেসের বোঝাপড়া হতে পারে। কিন্তু এখন সবটাই নির্ভর করতে দিল্লির সবুজ সংকেতের উপরেই।