RG কর হাসপাতালের চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় তোলপাড় সাড়া দেশ। লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এরই মধ্যে বিতর্কিত মন্তব্য করলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।
গত শনিবার কালীঘাটের বাড়িতে আহ্বান করা হয়েছিল জুনিয়র ডাক্তারদের। বর্তমান পরিস্থিতি নিয়ে জট কাটাতেই ওই বৈঠক ডাকা হয়েছিল। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা জানিয়ে ছিলেন, শুধুমাত্র পাঁচ দফা দাবি নিয়েই আলোচনায় আগ্রহী তাঁরা। যদিও লাইভ স্ট্রিমিং এবং ভিডিয়ো রেকর্ডিংয়ের শর্তে ওই আলোচনা ভেস্তে যায়।
এবিষয়ে মন্তব্য করেন মন্ত্রী সিদিকুল্লা চৌধুরী। এবিষয়ে তিনি বলেন, " ডাক্তারদের লাইভ স্ট্রিমিং করাটা পুরোটা ভণ্ডামি এবং বাড়াবাড়ি। এর পিছনে কোনও রাজনৈতিক শক্তি রয়েছে। ডাক্তাররা আবার রাজনীতি করে? রাজ্যে মুখ্যমন্ত্রীকে বিশ্বাস নেই? যখন মাইনে পান তখন বিশ্বাস হয়। যখন পদোন্নতি চান তখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রীকে বিশ্বাস হয়। এটা কোন দ্বিচারিতা। যারা করছেন তাঁরা অন্যায় করছেন।"
সুপ্রিম কোর্টের শুনানি নিয়েও মন্তব্য করেন সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি বলেন, "৭০ লাখ মানুষ চিকিৎসক পরিষেবা পাচ্ছেন না। ৫০ থেকে ৬০ জন মানুষ মারা গেছে। অনেকে অপারেশন করতে পাচ্ছেন না।"
এদিকে কয়েকদিন আগে নবান্নে মন্ত্রিসভার বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর সেখানে তিনি জানিয়েছিলেন RG কর কাণ্ড নিয়ে একমাত্র মন্তব্য করবেন তিনিই। তারপরেই সিদ্দিকুল্লার এই মন্তব্যের পর তীব্র বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি মুখ্যমন্ত্রীর কথা গুরুত্ব দিচ্ছেন না মন্ত্রিসভার সদস্যরা?