কম্বলকাণ্ডে ধৃত জিতেন্দ্র তিওয়ারিকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ আদালত৷ রবিবার জিতেনকে আদালত থেকে বের করে আনার সময় পুলিশ বিরোধী স্লোগান তোলে বিজেপির কর্মী সমর্থকেরা। জিতেনের গ্রেফতারির প্রতিবাদে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি।
ভিন রাজ্য নয়ডা থেকে কম্বলকাণ্ডে জিতেন্দ্রকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। শনিবার মধ্যরাতে তাঁকে নিয়ে আসা হয় কলকাতায়। রবিবার সকালে আসানসোলের বিশেষ আদালতে নিয়ে যাওয়া হয় তাঁকে। আদালতে নিয়ে যাওয়ার সময় জিতেন্দ্র সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, 'তৃণমূল বদল নয় বদলা চাইছে'।
উল্লেখ্য, আসানসোলে কম্বল বিতরণ ঘিরে এক কর্মসূচিতে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়। অভিযুক্ত ৮ জনের নামে অভিযোগ দায়ের হয়। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি। সেই মামলাতেই জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার রাজ্য পুলিশের।