ফেব্রুয়ারি মাস থেকেই দুয়ারে সরকার(Duare Sarkar) ক্যাম্পে মিলবে করোনা টিকা(Corona Vaccine)। এর পাশাপাশি করা হবে ডায়াবেটিস, মুখের ক্যান্সার এবং চক্ষুপরীক্ষাও(Eye Checkup)। শুক্রবার স্বাস্থ্য দফতরের তরফে বিভিন্ন জেলাশাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের এই নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই প্রথম দুয়ারে সরকার(Duare Sarkar) শিবিরে টিকাকরণ এবং স্বাস্থ্য পরীক্ষা(Health Checkup) করা হবে।
শুরু থেকেই ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে দুয়ারে সরকার(Duare Sarkar) কর্মসূচি। সম্প্রতি মিলেছে ‘অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স ২০২১’ সম্মান। সরকারি পরিষেবাকে মানুষের একেবারে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যই এই সম্মান দেওয়া হয় রাজ্য সরকারকে। গতবছর বিধানসভা ভোটের আগে দুয়ারে সরকার(Duare Sarkar) প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)।
আরও পড়ুন- West Bengal Covid Bulletin: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা-আক্রান্ত ৩,৮০৫ জন, মৃত ৩৪
সরকার বিজ্ঞপ্তিতে জানায়, পশ্চিমবঙ্গ সরকার(Govt. of West Bengal) সাধারণ মানুষের কাছে সুবিধাজনকভাবে ও নির্দিষ্ট সময়ে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যে সরকার(Govt. of West Bengal) পরিষেবা প্রদানের পদ্ধতি ধীরে ধীরে উন্নত করছে। সাধারণ মানুষের পাশে সবরকমভাবে থাকার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকার(Govt. of West Bengal)।
আরও পড়ুন- Narada Case: নারদকাণ্ডে রেহাই পেলেন তিন তৃণমূল নেতা, অন্তর্বতী জামিন নিশ্চিত করল ব্যাঙ্কশাল কোর্ট