সর্বশক্তি লাগিয়েও উত্তর ২৪ পরগনায় জেলা কমিটি তৈরি করতে পারল না সিপিএম। আগামী রবিবার ভোটাভুটির মাধ্যমে এই কমিটি তৈরি করা হবে বলে সিপিএম সূত্রে দাবি করা হয়েছে। গত শুক্রবার থেকে বারাসতে শুরু হয়েছিল সিপিএমের উত্তর পরগনা জেলা কমিটির বৈঠক। রবিবার রাত ১২ পর্যন্ত চলে বৈঠক।
রাজনৈতিক মহলের একাংশের দাবি, ২০১১ সালের আগে থেকেই এই জেলায় বামেদের অন্দরের কোন্দল বারে বারে সামনে এসেছে। রাজ্যে পালাবদলের পর তৃণমূলকে এই জেলায় রুখতে রক্তক্ষরণ আর থামাতে পারেননি সিপিএম নেতারা। তার প্রভাব কি ফের উত্তর ২৪ পরগনায় পড়ল ?
এই প্রশ্নের কোনও উত্তর ৭২ ঘণ্টার পরে দিতে পারেননি আলিমুদ্দিনের নেতারা। উত্তর ২৪ পরগনার জেলাকে সংগঠিত করতে গত কয়েকদিনে বারাসতে ঢু মেরেছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলী, কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরোর সদস্যেরা। তাতেও শেষরক্ষা হয়নি। এই ছবি দেখে, সিপিএমের একাংশের দাবি, বর্তমান জেলা সম্পাদক অসুস্থ মৃণাল চক্রবর্তীর অপশাসন ছিল শুরু থেকেই। কিন্তু তাঁর পরিবর্তে কে ? সেটাই তিনদিনে ঠিক করতে পারলেন সিপিএমের নেতারা।