কালীপুজোর পর থেকেই ফের সক্রিয় হবে বামেরা। পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে গ্রামে গ্রামে হবে বুথ চলো অভিযান। ২০১১ সালের পর থেকে যে সব গ্রামে বামেরা ঢুকতে পারছে না। এবারের এই অভিযানে সেই গ্রামগুলিকেই পাখির চোখ করা হয়েছে। 'বিকল্প বাম' এই স্লোগানকে সামনে রেখে পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ে নামছে আলিমুদ্দিন। সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনেও প্রাধান্য পাবে তরুণ ও মহিলা প্রার্থীরাই। মূলত গ্রামবাংলার ছাত্র-যুব নেতৃত্বকেই কাজে লাগাতে চাইছে একসময়ের শাসক দল।
বঙ্গ সিপিএম মানেই পক্ককেশদের ভিড়। বামেদের বিরুদ্ধে এই অভিযোগ দীর্ঘদিনের। অবশ্য ২০২১ বিধানসভা নির্বাচনের পর থেকে পরিস্থিতিতে বদল এসেছে। দলের নির্দেশে রাজ্যের প্রায় ৫০ শতাংশ আসনে তরুণ মুখকে প্রার্থী করা হয়। ফলও মেলে হাতেনাতে। নির্বাচনী ফলাফলে দেখা যায়, প্রতিটি বিধানসভাতেই বেশ কিছুটা ভোট বেড়েছে বামেদের। সাম্প্রতিককালে ধর্মতলার 'ইনসাফ' সভাতেও কালো মাথার ভিড় দেখে যথেষ্টই আশাবাদী রাজ্যের সিপিএম নেতৃত্ব। ফলে পঞ্চায়েত নির্বাচনেও সেই তারুণ্যেই আশা রাখছে মুজাফফর আহমেদ ভবন।
আরও পড়ুন- Subiresh Bhattacharya: সুবীরেশের কথাতেই মার্কশিটের নম্বর বদল, আদালতে দাবি সিবিআইয়ের
রাজ্যে প্রায় ৭৮ হাজারেরও বেশি বুথ রয়েছে। বিভিন্ন জায়গায় বর্তমানে লড়াইয়ের জায়গায় নেই বামেরা। পার্টির সাংগঠনিক দুর্বলতাও স্পষ্ট। একাধিক জেলার রিপোর্ট আসার পরেই নড়েচড়ে বসেছে আলিমুদ্দিন। ফলে পঞ্চায়েত নির্বাচনের আগেই বুথে বুথে দলকে চাঙ্গা করতে নামছে সিপিএম।