লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেস জোট এখনও বিশ বাঁও জলে। তারই মধ্যে শনিবার রাতে ভার্চুয়াল বৈঠক করল সিপিআইএম (CPIM) রাজ্য কমিটি। জানা গিয়েছে, রাত ১০টা নাগাদ ওই বৈঠক শুরু হয়।
এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আনন্দবাজার অনলাইনে। সেখানে জানানো হয়েছে, কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার বিষয়টি নিয়ে বেশ কিছু কথাবার্তা এগিয়েছে। কিন্তু বাম শরিক দলগুলি আসন বণ্টন নিয়ে এক মত হতে পারেনি। শরিক দলগুলি তাদের ভাগের আসন ছাড়তে রাজি নয় বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
ISF প্রার্থী
কংগ্রসের সঙ্গে আলোচনার মাঝেই ৮টি আসনে প্রার্থী দেবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ISF। এমনকি যাদবপুর কেন্দ্র থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রার্থী না করলে ওই কেন্দ্রেও তারা প্রার্থী দেবে। এহেন পরিস্থিতিতে যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে তরুণ বাম নেতা সৃজন ভট্টাচার্যকে। সূত্রের খবর, ভার্চুয়াল ওই বৈঠকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেই ISF এর সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে।
ওই প্রতিবেদন অনুযায়ী, বামফ্রন্টের শরিক দল ফরওয়ার্ড ব্লকের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ আলিমুদ্দিন স্ট্রিট। অতিদ্রুত আসন সমঝোতার বিষয়টি মেটাতে রবিবারও বৈঠকে বসতে চলেছে তারা।