গোটা বাংলা মেতেছে বর্ষবরণের উল্লাসে। পার্কস্ট্রিট মুড়েছে আলোয়। অন্যান্য রাজনৈতিক সংগঠংনগুলিও একাধিক অনুষ্ঠান কর্মসূচি নিয়েছে। এর মাঝেই অভিনব কায়দায় পথে নামলেন বামেরা। CPIM নেতাদের দেখা মিলল ভিক্টোরিয়া, চিরিয়াখানায়। কচিকাচা থেকে যুগল, মধ্য বয়স্ক থেলে বৃদ্ধ সকলের কাছেই পৌঁছে গেলেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty), কলতান দাশগুপ্তরা। লাল কাপড় হাতে চলল তহবিল সংগ্রহ। চলল জনসংযোগ। কলকাতা জেলা কমিটির তরফে বর্ষশেষের এই অভিনব কর্মসূচীর ডাক দেওয়া হয়েছে।
এছাড়াও তাঁরা কথা বলেন, ওই চত্বরের ঝালমুড়ি ওয়ালা, আইসক্রিম ওয়ালা সহ অস্থায়ী বিক্রেতাদের সঙ্গে। জানলেন তাদের হাল হকিকত৷ এ প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, "CPIM-এর তরফে গত কয়েকদিন ধরেই জনসংযোগ কর্মসূচি চলছে। বিমানদা সহ পার্টির নেতারা পথে নেমেছেন।"