গোটা দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলা জুড়ে পুরসভা নির্বাচনে ভোট লুট করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের কাছে পুরসভা ধরে ধরে তালিকা দিয়ে এমনই অভিযোগ করল বিরোধী সিপিএম (CPM)।
সিপিএমের জেলা সম্পাদক শমীক লাহিড়ির অভিযো, জয়নগর মজিলপুর পুরসভার প্রতিটি ওয়ার্ডেই ছাপ্পা ভোট চলছে। নেতৃত্ব দিচ্ছেন জয়নগর ও কুলতলির বিধায়ক।
ডায়মন্ড হারবার পুরসভায় বিরোধী এজেন্টদের উপস্থিতিতে কোনো মক পোল হয়নি বলে দাবি বাম নেতৃত্বের। সকাল সাতটায় ভোট শুরুর আগেই অধিকাংশ ওয়ার্ডে কয়েকশো ছাপ্পা ভোট দিয়ে দেওয়া হয় বলে দাবি। এই পুরসভার ৬টি ওয়ার্ডের তালিকা দিয়ে সিপিএমের দাবি, এই ওয়ার্ডগুলিকে ভোট প্রহসনে পরিণত হয়েছে।
আরও পড়ুন: Municipal Election 2022: কামারহাটিতে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ বিরোধীদের
মহেশতলার তিনটি ওয়ার্ডের সব বুথ দখল করেছে তৃণমূল। বিরোধীদের এজেন্ট ও প্রার্থীদের বের করে দেওয়া হয়েছে বলে দাবি বামেদের৷ সিপিএমের অভিযোগ, প্রশাসনের সামনেই লুট হয়েছে ভোট।