কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় অংশ নিচ্ছে না সিপিএম। আকন৩০ জানুয়ারি কাশ্মীরে ভারত জোড়ো যাত্রার সমাপনী কর্মসূচি৷ সেখানে দেশের বিজেপি বিরোধী দলগুলিকে আমন্ত্রণ জানিয়েছে কংগ্রেস। এনসিপি, উদ্ধব ঠাকরের শিবসেনা, এডিএমকে, সিপিআই, আরজেডি, ন্যাশনাল কনফারেন্স, সমাজবাদী পার্টি সমাবেশে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত নিশ্চুপ সিপিএম।
২৯-৩১ জানুয়ারি কলকাতায় সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক রয়েছে৷ দলের শীর্ষ নেতারা সেখানেই থাকবেন। সেই কারণেই কাশ্মীরের কর্মসূচিতে যেতে পারছেন না তাঁরা। সিপিএমের পক্ষ থেকে এমনটাই জানানো হচ্ছে। কাশ্মীরের সিপিএম বিধায়ক ইউসুফ তারিগামিও কলকাতার বৈঠকে থাকবেন। ফলে ভারত জোড়ো যাত্রায় তাঁরও থাকার সম্ভাবনা প্রায় নেই।
কেরলে যুযুধান কংগ্রেস এবং সিপিএম। কিন্তু পশ্চিমবঙ্গ, বিহার, তামিলনাড়ুর মতো রাজ্যে জোট বেঁধে লড়েছে দু'দল। আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনেও জোট নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে। কিন্তু ভারত জোড়ো যাত্রা এড়িয়েই যাচ্ছে সিপিএম।