২২ তম স্থায়ী রাজ্যপাল হিসাবে শপথ নিলেন সি ভি আনন্দ বোস। বুধবার রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। সংঘাত নয়, একসাথে পথ চলার বার্তা সিভি আনন্দ বোসের। পাশাপাশি রাজ্যে উন্নয়নের বার্তা দেন তিনি।
বুধবার বেলা পৌনে ১১টা নাগাদ শপথ নেন বাংলার নয়া স্থায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাস, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অনুষ্ঠানে না গেলেও তাঁকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার বাংলার মাটিতে পা রাখেন নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলকাতা বিমানবন্দরে রাজ্য সরকারের তরফে তাঁকে গার্ড অফ অনার দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এদিন রাজ্যের নয়া অভিভাবককে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও বিমানবন্দরে হাজির ছিলেন মন্ত্রী শশী পাঁজা, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং রাজ্যের ডিজিপি এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েল।