আমফান, ইয়াসের পর এবার রাজ্যের দুয়ারে আরও এক ঘূর্ণিঝড় 'মোচা'। আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহেই বাংলাদেশ বা রাজ্যের উপকূলে ঘূর্ণিঝড়টির আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিষুবরেখার কাছে সুমাত্রা সাগর বা আন্দামান সাগরে তৈরি এই মোচা (Cyclone Mocha) আঘাত হানতে পারে দুই বাংলার কোনও এক উপকূলে।
বিগত বেশ কিছু বছর ধরে বাংলার আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে দেখা গেছে যে এই মে মাসেই একাধিক ঘূর্ণিঝড় তৈরি হয় সমুদ্র উপকূলে। অতীতেও মে মাসেই বাংলার উপকূলে একাধিক ঘূর্ণিঝড় আছড়ে পড়ার নজির রয়েছে। আমফান-আয়লা-ফণী-ইয়াসের মতো ঘূর্ণিঝড়ও আছড়ে পড়েছে বিভিন্ন বছরে। যেগুলির মধ্যে রাজ্যে ক্ষয়ক্ষতির দিক থেকে সর্বোচ্চ আঁকার নেয় আমফান।
আরও পড়ুন- Sooraj Pancholi Reaction: 'সত্যের সর্বদা জয় হয়', জিয়া কাণ্ডে ক্লিনচিট পেয়ে মন্তব্য সূরজ পাঞ্চোলির