রাজ্যের ডিএ আন্দোলন এবার রাজধানীতেও। সরকারি কর্মীদের বিক্ষোভ দেখানোর জন্য যন্তর-মন্তরে অনুমতি দিল দিল্লি পুলিশ। তবে ৫০০ জনের বেশি জমায়েত করা যাবে না। আগামী ১০ এবং ১১ এপ্রিল দিল্লিতে প্রতিবাদ দেখাবে সংগ্রামী যৌথমঞ্চ। এই কর্মসূচিতে আন্দোলনকারীরা দেখা করতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গেও।
১১ তারিখই সুপ্রিম কোর্টে হতে পারে ডিএ মামলার শুনানি। গত ২১ মার্চ শীর্ষ আদালতে এই মামলা উঠলেও তা পিছিয়ে দেওয়া হয়। গত বছর নভেম্বর মাসে স্পেশ্যাল লিভ পিটিশন দায়ের হলেও এখন পর্যন্ত মাত্র একদিন এই মামলার শুনানি হয়েছে। প্রথম শুনানিতেই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি দীপঙ্কর দত্ত। ফলে মামলায় নতুন বেঞ্চ গঠন করতে হয়। বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি দীনেশ মাহেশ্বরীকে নিয়ে নতুন করে বেঞ্চ গঠন করা হয়েছে।
পরবর্তী সময়ে বিচারপতি হৃষিকেশ রায়ও এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন। ফলে ফের নতুন বেঞ্চ গঠন করতে হয়। এবারে বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কুমারকে নিয়ে বেঞ্চ গঠন হয়। সেই বেঞ্চে শুনানি হওয়ার কথা থাকলেও বিচারপতিরা জানান এই মামলার শুনানি প্রক্রিয়া দীর্ঘ হবে। তাই নতুন করে ১১ এপ্রিল শুনানির দিন ধার্য করা হয়।