খোলা হল DA-র ধরনা মঞ্চ। শহিদ মিনার চত্বর থেকে বেসরকারি ডেকরেটার সংস্থা ওই ধরনা মঞ্চ খুলে দেয়। জানানো হয়েছে, সেনাবাহিনীর তরফে শনিবার ওই মঞ্চ খোলার নির্দেশ দেওয়া হয়েছে। সেকারণেই মঞ্চ খোলা হচ্ছে।
আন্দোলনকারীদের বক্তব্য
এদিকে আন্দোলনকারীরা জানিয়েছেন, মঞ্চ খোলা হলেও তাঁদের আন্দোলন চলবে। প্রয়োজনে ফাঁকা মাঠেই আন্দোলন চালিয়ে যাবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ তাঁরা।
অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ, রাজ্য সরকার এবং পুলিশের চাপে ডেকরেটর সংস্থা মঞ্চ খুলে নিতে বাধ্য হচ্ছে। সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের মঞ্চের অদূরেই অবস্থান করছিলেন। সেখানে তাঁকে অস্বস্তিতে পড়তে হয়েছিল। সেকারণেই অবস্থান তুলে দিতে চাইছেন তিনি।