ভোররাতে নিউটাউন থেকে উদ্ধার হল ট্রলিবন্দি একটি দেহ। ঘটনাটি ঘটেছে কারিগরি ভবনের পিছনে। ওই এলাকার রয়েছে একটি জলাশয়। সেখান থেকেই ট্রলিবন্দি দেহটি উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে টেকনোসিটি থানার পুলিশ ওই দেহ উদ্ধার করে।
জানা গিয়েছে, ভোর ৫টা নাগাদ ওই এলাকায় কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। সেসময় হঠাৎ তাঁরা ট্রলি ব্যাগটি দেখতে পান। সেখান থেকে রক্ত পড়ছিল। সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশে। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমাণ অন্যত্র খুন করে নিউটাউনে ফেলে দিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।
পুলিশ জানিয়েছে, যে ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে তাঁর বয়স ৫০ বছরের আশপাশে। তাঁর মাথায় আঘাত ছিল। যদিও কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।