যতটা পর্দায় সাবলীল, ততটা রাজনৈতিক ময়দানেও। বামপন্থী রাজনীতির বড় বড় কর্মসূচিতেও দেখা যায়। এবার অভিনেতা দেবদূত ঘোষকে দিল্লির লড়াইয়ে এগিয়ে দিল সিপিএম। ব্যারাকপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে তাঁর নাম ঘোষণা করেন বিমান বসু। প্রার্থী হওয়ার খবর শুনে, প্রচারে ঝাঁপাতে প্রস্তুত অভিনেতা। কাজের জগতে কম ব্যস্ত নন দেবদূত ঘোষ। জনপ্রিয় মেগা ধারাবাহিক, ছবিতে চুটিয়ে কাজ করছেন। মঞ্চেও তাঁর অভিনয় বেশ সমাদৃত। প্রার্থী হওয়ায় এবার আগামী দুমাস এবার অভিনয় জগৎ থেকে ছুটি নেবেন। সংবাদ প্রতিদিনকে অভিনেতা জানিয়েছেন, "এটা রাজনৈতিক লড়াই। মানুষ বড় দায়িত্ব দিচ্ছে। তাই দু নৌকায় পা দিয়ে চলা যায় না।"
২০২১ বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ আসন থেকে দেবদূত ঘোষকে প্রার্থী করে সিপিএম। সেই সময় তাঁর বিরুদ্ধে ছিলেন তৃণমূলের অরূপ বিশ্বাস ও বিজেপির বাবুল সুপ্রিয়। এবার ব্যারাকপুরে হেভিওয়েট দুই প্রার্থীর বিরুদ্ধে লড়তে হবে দেবদূত ঘোষকে। একদিকে বিজেপির অর্জুন সিং। অন্যদিকে তৃণমূলের পার্থ ভৌমিক। দেবদূত জানিয়েছেন, "বিরোধীদের কিছু বলতে চাই না। যা বলার মানুষকে বলব।"