অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে তিনদিনের ইডি হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউস এভিনিউ আদালত । গরু পাচার মামলায় বুধবার সন্ধেবেলায় সুকন্যাকে গ্রেফতার করে ইডি । দিল্লির ইডি দফতরেই রাত কাটান সুকন্যা । এদিন দুপুর তিনটে নাগাদ সুকন্যাকে আদালতে পেশ করা হয় । তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় ইডি । দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারকের নির্দেশ, সুকন্যাকে আগামী শনিবার পর্যন্ত তাঁকে ইডির হেফাজতে থাকতে হবে । নির্দিষ্ট সময়ের জন্য আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন সুকন্যা । ইডি সূূত্রে খবর, এবার সুকন্যা ও অনুব্রতকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে ।
গ্রেফতারির পর বুধবার রাতেই স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছিল সুকন্যার । এদিন আদালতে পেশ করার আগে, সুকন্যার আরও একদফা স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে বলে খবর । এদিকে, বুধবার রাতেই সুকন্যার জামাকাপড় ইডি দফতরে পৌঁছে দিয়েছিলেন বান্ধবী সুতপা পাল । সুকন্যার গ্রেফতারির পর তিনি কান্নায় ভেঙে পড়েছেন বলে খবর । সুতপার দাবি, এতদিন তাঁর চিকিৎসার খরচ চালাতেন অনুব্রত ও সুকন্যা । প্রিয় বান্ধবীকে এভাবে থাকতে হবে ভাবতে পারছেন না সুতপা ।
সুকন্যার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ রয়েছে। তাই তাঁকে গ্রেফতার করা হয় বলে অভিযোগ । এদিন, দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে সুকন্যার তিনদিনের হেফাজত চেয়েছিল কেন্দ্রীয় সংস্থা। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত।