ফের শহরে ডেঙ্গির বলি। এবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রীর। জানা গিয়েছে, দক্ষিণ দমদম পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মতিঝিল গার্লস স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী সংযুক্তা পাল ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল। বুধবার সকালে মৃত্যু হয়েছে তার। এই নিয়ে দক্ষিণ দমদমে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে ক্রমেই বাড়ছে উদ্বেগ।
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিল ওই ছাত্রী। চিকিৎসাও চলছিল। সম্প্রতি ডেঙ্গি টেস্ট করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপর অবস্থার আরও অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় ছাত্রীকে। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হলেও বাঁচানো যায়নি তাকে।
আরও পড়ুন - নিম্নচাপের প্রবল বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ, ভিজবে কলকাতা-সহ দক্ষিণও