রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্তে চিন্তায় চিকিৎসকরা। মঙ্গলবার একদিনে জোড়া মৃত্যু রাজ্যে। দেগঙ্গায় মৃত ফাতিমা বিবি, মন্দিরবাজারে মৃত আনন্দ নস্কর। তাঁদের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিন্ড্রোমের উল্লেখ রয়েছে।
দীপাবলির আগেই রাজ্যে চোখ রাঙাচ্ছে এই মশাবাহিত রোগ। ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত প্রায় ১,০৯১ জন। গত কিছুদিন ধরেই রাজ্যে হু হু করে বেড়ে চলেছে ডেঙ্গি সংক্রমণ। প্রশাসনিক তৎপরতার পরেও যা থামার কোনও লক্ষণ নেই। পাশাপাশি, ডেঙ্গিতে উপসর্গের পরিবর্তন নতুন করে চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের।
আরও পড়ুন- Suvendu Adhikari: পঞ্চায়েত ভোটের আগে ফের সিএএ, এনআরসি ইস্যু উসকে দিলেন শুভেন্দু
বেলেঘাটা আইডি ও এম আর বাঙুর হাসপাতালে ডেঙ্গির চিকিৎসা চলছে। পরিসংখ্যান বলছে, এমআর বাঙুরের ডেঙ্গি ওয়ার্ডে ১১৯টি শয্যার ৮৫টিতেই রোগী ভর্তি। বেলেঘাটা আইডি হাসপাতালের ৮০টি শয্যার বেশিরভাগই ভর্তি।