বুধবার দুপুরে মালদহের স্কুলে বন্দুক হাতে নিয়ে হইচই ফেলে দিয়েছেন এক ব্যক্তি । এবার তাঁকে নিয়ে নতুন তথ্য সামনে এল । জানা গিয়েছে, ওই ব্যক্তির হাতে আগ্নেয়াস্ত্র এই প্রথম নয়, আগেও সমাজমাধ্যমে বোমা, বন্দুক হাতে নিয়ে হুমকি দিতে দেখা গিয়েছিল তাঁকে । ২০২২ সালের ঘটনায় গ্রেফতারও করা হয়েছিল তাঁকে । পাশাপাশি, এদিন তাঁর মুখে শোনা গেল স্ত্রী ও সন্তানের কথাও । তাঁর দাবি, তাঁর স্ত্রী এবং সন্তান নিখোঁজ । এ নিয়ে পুলিশ কর্তাদের কাছে অভিযোগ জানালেও তাঁরা কোনও ব্যবস্থা নেননি ।
ব্যক্তির নাম দেব বল্লভ । বয়স ৪৪ । তাংর বাড়ি পুরাতন মালদহের মুচিয়া নেমুয়া এলাকায় । এদিন মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলের সপ্তম শ্রেণির ঘরে ঢুকে পড়েন তিনি । তারপর বন্দুক উঁচিয়ে তাঁকে বলতে শোনা যায়, "আমাকে বলেছে আমার স্ত্রীর চরিত্র খারাপ, আমার স্ত্রীকে বলেছে তোমার স্বামীর চরিত্র খারাপ ।" তাঁর স্ত্রী ও সন্তানকে কিডন্যাপ করা হয়েছে বলে দাবি তাঁর । কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি । তিনি জানান, আগেই জানিয়েছিলেন, কোনও ব্যবস্থা না নিলে তিনি আত্মঘাতী হামলা চালাবেন । এদিকে, তাঁর বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে একাধিকবার । পুলিশ সূত্রে খবর, দেববল্লভের কাছ থেকে বন্দুক ছাড়া আরও আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে । উদ্ধার হয়েছে একটি ছুরিও ।
উল্লেখ্য, ২০২২ সালে দেববল্লভের যে ভিডিওটি প্রকাশ্যে আসে, সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছিল, তাঁর কাছে যে বোমা, অ্যাসিড রয়েছে, তা সন্ত্রাসবাদীদের জন্য । তাঁর উপর আক্রমণ হলে তিনি চুপ থাকবেন না । সন্ত্রাসবাদীরা তাঁকে আক্রমণ করলেই তিনি ওদের ঝাঁঝরা করে দেবেন । এই ঘটনার পরে তাঁকে গ্রেফতারও করা হয় । যদিও ঘটনার ভিডিওর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা ।