শ্রীরামকৃষ্ণদেবের ১৮৮ তম জন্মতিথি উপলক্ষে সেজে উঠেছে বেলুড় মঠ। ভোর সাড়ে ৪টে নাগাদ মূল মন্দিরে শ্রীরামকৃষ্ণদেবের মূর্তির সামনে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সেখানেই হয় বেদ পাঠ ও স্তব গানের আয়োজন করা হয়। মঠের সন্ন্যাসী ও ভক্তরা খোল-করতাল সহযোগে সারা মঠ ঘুরে ঘুরে ঊষা-কীর্তন করেন। তারপর সম্পন্ন হয় বিশেষ পূজা আর হোম।
মঠ সূত্রে খবর, শুধু সকালেই নয়, বেলুড়ে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রামকৃষ্ণ বন্দনা, রামকৃষ্ণ কথামৃত পাঠ ও ব্যাখ্যা, ভক্তিগীতি, বংশীবাদন সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি, বেলা ১১টা থেকে ভক্তদের জন্য খিচুড়ি ভোগের ব্যবস্থা রয়েছে।
আরও পড়ুন- Drone Delivered Pension: ড্রোনে করে পেনশন! সরপঞ্চের উদ্যোগে আপ্লুত ওড়িশার বাসিন্দা
অন্যদিকে, সেজে উঠেছে কামারপুকুরও। সেখানে ভোর ৪টে নাগাদ সানাইয়ের সুরে উৎসবের শুরু হয়েছে। প্রতিবারের মতো মঙ্গলারতি, বেদপাঠ, স্তবগানের পর শোভাযাত্রাও হবে।